শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ০০:০০

ছাত্রলীগের প্রতিটি কর্মীকে আদর্শবান হতে হবে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের ভ্যানগার্ড হলো ছাত্রলীগ। তাই ছাত্রলীগের প্রতিটি কর্মীকে আদর্শবান হতে হবে। নিজেদেরকে আগামীর বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। লেখাপড়ার সাথে সাথে রাজনৈতিক আদর্শ ধরে রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগের মাধ্যমেই রাজনীতিতে আলোড়ন তুলেছিলেন। আর তাঁর ফসল হিসেবে আজ আমাদের জাতির পিতা। একইভাবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ছাত্রলীগের রাজনীতি করেই রাজনীতির মাঠে পদার্পণ করেন।

গত শনিবার ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটির সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশের প্রতিটি আন্দোলনে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তাই নবগঠিত ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের প্রতিটি নেতাণ্ডকর্মীকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে ফরিদগঞ্জ উপজেলাকে আরো সুদৃঢ় করতে হবে।

ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে এই সংবর্ধনা ও ইফতার মাহফিলে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, সদস্য অরূপ দাস প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান। পরে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়