প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ০০:০০
২১, ২২ ও ২৩ এপ্রিল টানা তিনদিন চাঁদপুর ছিলো করোনা শনাক্ত শূন্য। এ তিনদিনে মোট ৪৪ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। সবার রিপোর্ট নেগেটিভ আসে। ২১ এপ্রিল ২০ জনের, ২২ এপ্রিল ৬ জনের ও গতকাল ২৩ এপ্রিল ১৮ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
২৩ এপ্রিল পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৩শ’ ৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৩জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২শ’ ৪৬ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৬৫ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৫৫৯ জন, হাইমচরে ৯০৬ জন, মতলব উত্তরে ৯৬৪ জন, মতলব দক্ষিণে ১৩৯৫ জন, ফরিদগঞ্জে ২০১৫ জন, হাজীগঞ্জে ১৭৪২ জন, কচুয়ায় ৯৪০ জন ও শাহরাস্তিতে ১৮৫১ জন।