প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ০০:০০
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. আনম এহছানুল হক মিলনের গ্রামের বাড়ি গোবিন্দপুর মিয়াজী বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ইফতারের পূর্বে গোহট দক্ষিণ, গোহট উত্তর, আশরাফপুর, কড়ইয়া ইউনিয়ন বিএনপি ও দলীয় সকল অঙ্গ-সংগঠনের আয়োজনে গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ্জাহান মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী খান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. আনম এহছানুল হক মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস ও কড়ইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক মায়াসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।