প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ০০:০০
২১ এপ্রিল সন্ধ্যায় চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোডে হামলায় জেসমিন বেগম (৩৪) (স্বামী কামাল হোসেন) নামে এক নারী আহত হয়েছেন। আহতের পরিবার সূত্রে জানা যায়, জেসমিন বেগমের স্কুলপড়ুয়া ছেলে জিহাদ বেপারীর সাথে পার্শ্ববর্তী নূরজাহান বেগমের ছেলের সঙ্গে খেলা নিয়ে ঝগড়া হয়। এ নিয়ে জেসমিন বেগম নূরজাহান বেগমকে জিজ্ঞেস করলে উল্টো ক্ষিপ্ত হয়ে নূরজাহান বেগম, মুক্তা, মঈন উদ্দিন, জয়নাল, জাবেদা ও জান্নাতসহ জেসমিন বেগমকে কিল, ঘুষি ও লাথি মারে। একই সাথে কাঠ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে লীলা, ফুলা জখম করে। এ সময় জেসমিন বেগমের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়। তখন তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতের পরিবারের সদস্যরা আরো জানান, নূরজাহান বেগম মানুষের সাথে প্রায়ই ঝগড়াঝাটি করে থাকে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে টাকা হাতিয়ে নেয়।