প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ০০:০০
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো আব্দুল মতিন (৪৫) নামের এক ভ্যান চালকের। শনিবার বিকেলে একটি সাইনবোর্ড নামাতে গিয়ে হাজীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন দক্ষিণ রান্ধুনীমুড়া গ্রামের হাজারী বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে হাজীগঞ্জের পশ্চিম বাজারস্থ একটি মার্কেটের তিনতলা থেকে পুরাতন একটি জুতার দোকানের সাইনবোর্ড নামাচ্ছিলেন আব্দুল মতিন। এ সময় অসাবধানতার ফলে হঠাৎ করে বিদ্যুতের তারে তিনি জড়িয়ে যান। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাবার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা বলেন, হাসপাতালে আনার পূর্বেই আব্দুল মতিনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ চাঁদপুর কণ্ঠকে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।