শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ০০:০০

পার্টির হারানো যৌবনকে পুনরুজ্জীবিত করুন
মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলা এবং পৌর জাতীয় পার্টির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় কচুয়া দক্ষিণ বাজার প্যারাডাইস স্কয়ার মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কচুয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডাঃ একেএসএম শহীদুল ইসলাম। তিনি বলেন, জাতীয় পার্টির শাসন আমল দেশে স্বর্ণযুগ ছিলো। সেই সময় দেশে কোনো হানাহানি ও মারামারি ছিলো না। সারাদেশের ন্যায় কচুয়ার মানুষকেও নিজ বাড়ি-ঘর ছেড়ে অন্য জায়গায় রাত্রি যাপন করতে হতো না। জাতীয় পার্টি সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে। জাতীয় পার্টির সেই হারানো যৌবনকে আবারো পুনরুজ্জীবিত করে দলকে এগিয়ে নিতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের বাইরে দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।

জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডঃ মোঃ মাঈন উদ্দিন মাইনু ও পৌর জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কচুয়া উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক রুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়াজী, মজুমদার প্রেসের স্বত্বাধিকারী গাফফার মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাণ্ডকর্মী উপস্থিত ছিলেন। পরে জাতীয় পার্টির প্রয়াত নেতাণ্ডকর্মীদের রুহের মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোানজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস ছোবহান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়