প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুরের সুপরিচিত কণ্ঠশিল্পী তাহমিনা হারুনের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। চাঁদপুর শহরের ঢালীঘাট এলাকার তাহমিনা হারুনের স্বপ্ন বিলাসে মিলাদ, দোয়া ও মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২ এপ্রিল শুক্রবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। গত বছরের ২০ এপ্রিল তাহমিনা হারুন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তিনি চাঁদপুর শহরের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন। তাকে সবাই ‘চাঁদপুরের সাবিনা ইয়াসমিন’ বলে ডাকতো। এমন গুণী শিল্পী চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনকে এক বছর আগে শোক সাগরে ভাসিয়ে চলে যাবে তা কেউ মানতে পারেনি।
তাহমিনা হারুনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মরহুমার বড় ভাই মাওঃ আবু জাফর মোঃ মাঈনুদ্দীন।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন অনন্যা নাট্যগোষ্ঠী ও চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটোয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, অনন্যা নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক মৃনাল সরকার, স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এমআর ইসলাম বাবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদিন জনু, নাট্যাভিনেতা পরিমল দাস নুপুর, পলাশ মজুমদার, কৃষ্ণ গোপাল সরকার, চিত্রশিল্পী মনির হোসেন মান্না, মরহুমার পুত্র আফজাল রশিদ শান্ত, ফয়সাল রশিদ শাওনসহ চাঁদপুর শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও পরিবারের সদস্যরা। দোয়া ও মোনাজাত শেষে বৈরী আবহাওয়ার মাঝেও প্রায় হাজারো মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।