প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলাধীন ১০নং দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ কাওসার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আবু তালেব পাটোয়ারী, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, স্থানীয় সরকার সম্পাদক আবু সায়েদ পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির মেম্বার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিমুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, আবদুল কাইয়ুম সুমন, উপজেলা যুবনেতা মঞ্জিল হোসেন মহিব, মীর মেম্বার, ছিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের নেতা অহিদ পাটোয়ারী, নজরুল ইসলাম, ছাত্রনেতা তারেক রহমান বিপ্লব, ইসমাইল হোসেন, নাছির গাজী, সাইফুল গাজী, ফয়সাল আহমাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ মোঃ ইউনুছ বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের ফরমায়েশী রায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশ ও গণতন্ত্রের মুক্তির আন্দোলনে ছাত্রদলের অগ্রণী ভূমিকা রাখতে হবে। রাজপথে আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। এ সময় তিনি আগামীদিনের আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।