শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ০০:০০

সরকার কৃষিতে ঠিক সময়ে প্রয়োজনীয় উপকরণ দিয়ে ধানের উৎপাদন বাড়িয়েছে
মাহবুব আলম লাভলু ॥

আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি, আর যাবেও না। কারণ সরকার কৃষিতে ঠিক সময়ে প্রয়োজনীয় উপকরণ দিয়ে ধানের উৎপাদন বাড়িয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে সরকার চাল বিতরণ করে আসছে। ২২ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদণ্ডউল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় দুঃস্থদের মধো ভিজিএফের চাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্যতা, বুদ্ধিদীপ্ততা, বিচক্ষণতার মাধ্যমে দলীয় নেতাণ্ডকর্মীদের নিয়ে উন্নয়ন করে যাচ্ছেন। বাংলাদেশের পরিবর্তনের মূল কারিগর শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, বিশে^ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

এ সময় সুবিধাভোগীরা বলেন, ঈদের আগে চাল পেয়ে আমরা খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি নূরুল আমিন রুহুলের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ হায়াত দান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলা উদ্দিন, ট্যাগ অফিসার ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের সচিব, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পর্যায়ক্রমে ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ৪শ’ ৯৭ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়