শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ০০:০০

অনতিবিলম্বে নিঃশর্তভাবে খালেদা জিয়ার মুক্তি দিতে হবে
গোলাম মোস্তফা ॥

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরীর উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নে নিজ বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কল্যাণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানের পূর্বে উপস্থিত নেতাণ্ডকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।

তিনি বলেন, আমাদের একমাত্র দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আন্দোলনের মাধ্যমে এ জালিম সরকারকে বিদায় করে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, বিএনপি এদেশের বৃহৎ রাজনৈতিক দল। এ দলে একটি পদে নেতৃত্ব দেয়ার একাধিক ব্যক্তি রয়েছে। অতএব, জিয়ার আদর্শের সৈনিকদের নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়।

তিনি বলেন, আমাদের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। বিএনপি এক ও অভিন্ন। আমাদের লক্ষ্য বেগম খালেদা জিয়ার মুক্তি। অতএব, দাবি একটাই-নিঃশর্ত মুক্তি চাই দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, ঢাকা বারের আইনজীবী বিএনপি নেতা আশ্রাফুল ইসলাম, চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসানাত, বিএনপি নেতা মানিক মাল, সেলিম মজুমদার, অ্যাডঃ জসিম মেহেদী, আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মনির মিজি, জহিরুল ইসলাম, জিন্টু মাল, হাশেম রুশদী, ডাঃ সফিকুর রহমান, হারুন ভাট, মোজাম্মেল হোসেন মিজি, শাহজাহান মাল, মফিজুল ইসলাম শোভন, কাকন খান, মজিবুর রহমান, আলমগীর হোসেন, মাসুদ পালোয়ান, যুবনেতা আবু আহমেদ, পাবেল খান, হাবিবুর রহমান মিঠু, মোঃ হানিফ, মহসীন তপাদার, বাবুল হোসেন, সাইফুল ইসলাম রনি, নূরে আলম মিয়াজী, সুমন পাটোয়ারী, ইয়াছিন গাজী, মনির মিয়াজী, শাহআলম প্রধানীয়া, ছাত্রনেতা মোঃ জনিসহ মতলব উত্তর, দক্ষিণ, আশিকাটি, কল্যাণপুর, শাহমাহমুদপুরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

আলোচনা সভাশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও মোস্তফা খান সফরীর বাবা, শ্বশুর-শাশুড়ির জন্যে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আবু ছায়েদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়