প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ০০:০০
শাহরাস্তিতে সিএনজি স্কুটার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ব্যবসায়ী রুহুল আমিন (৫৫) নিহত হয়েছেন। ২১ এপ্রিল রাত সোয়া ৯টায় এ দুর্ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলা সদরের খান বাড়ির সামনে রাত সোয়া ৯টায় রুহুল আমিন ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফেরার পথে সিএনজি স্কুটারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে কুমিল্লায় প্রেরণ করেন। রাত ১টায় কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। রুহুল আমিন শাহরাস্তি উপজেলার আয়নাতলী বাজারের একজন ব্যবসায়ী। তিনি শাহরাস্তি পৌরসভার ৮নং ওয়ার্ডের নিজ মেহার জুমা বাড়ির এমদাদ উল্লাহর ছেলে। রুহুল আমিন তিন সন্তানের জনক। ২২ এপ্রিল শুক্রবার সকালে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।