শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ০০:০০

আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন আল্লাহ যেনো তাঁকে সুস্থ ও নেক হায়াত দেন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির উদ্যোগে চাঁদপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর ক্লাবের বিশাল পরিসরে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রায় তিন হাজারের মতো মানুষ অংশ নেন। চাঁদপুর-হাইমচরসহ বিভিন্ন উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, পেশাজীবী, সুধীজন ও চাঁদপুরের সর্বস্তরের জনগণের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, আলেমণ্ডওলামাসহ সর্বস্তরের সাধারণ মানুষ এই ইফতার মাহফিলে অংশ নেন। বৈশাখের বর্ষণমুখর বিকেলে রোজাদার মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে ইফতার অনুষ্ঠান বেশ সফলভাবে সম্পন্ন হয়।

উপস্থিত মুসল্লিদের স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, মাহে রমজানের পাশাপাশি আজ শুক্রবার পবিত্র জুমাবার। এমন একটি দিনে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরে আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমি মনে করি এই আয়োজন আমার নয়, আপনাদের। দীপু মনির আয়োজন মানে আপনাদের আয়োজন। মাহে রমজানের সিয়াম সাধনা যেনো আমাদের প্রত্যেকের জীবনে প্রতিফলিত হয়। আল্লাহ তায়ালা যেনো আমাদের প্রত্যেককে ক্ষমা করেন। আমাদের বাবা-মাসহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন তাদের যেনো ক্ষমা করে দেন। বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনর আগস্টে সকল শহীদ, মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ এবং বাঙালির অধিকার আদায়ে যারা আত্মাহুতি দিয়েছেন তাঁদের জন্যে মহান রাব্বুল আলামিনের কাছে আমরা মাগফিরাত চাচ্ছি।

শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, যেই নেত্রী তাঁর জীবনের প্রতিটা মুহূর্ত দেশকে নিয়ে ভাবেন, দেশের প্রতিটি মানুষের সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্যে নিরলস কাজ করে যাচ্ছেন, তাঁকে যেনো রাব্বুল আলামিন সুস্থ ও নেক হায়াত দেন। এই মাহে রমজানে আমরা প্রত্যেকে নিজেদের আত্মীয় স্বজনের পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানার জন্যও যেনো দোয়া করি।

ইফতার মাহফিলে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুব-উল-আলম লিপন, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুছ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল বিন বাশার, কাজী শাহাদাত, বর্তমান সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ সাংবাদিক নেতৃবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আগত অতিথি এবং মুসল্লিদের স্বাগত জানান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আব্দুল মোতালেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মোশাররফ হোসেন। তিনি দোয়া ও মুনাজাতের পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। মুনাজাতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদ, শহীদ মুক্তিযোদ্ধা, ভাষা শহীদসহ সকল কবরবাসীর মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং শিক্ষামন্ত্রীর স্বামী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নাওয়াজের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়