শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ এপ্রিল ২০২২, ০০:০০

নাজমুল আলম স্বপন চতুর্থবারে শাহ্ নেয়ামত শাহ্ উবির সভাপতি নির্বাচিত
মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী হযরত শাহ্ নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন কচুয়া পৌরসভার মেয়র ও প্রেসক্লাবের আজীবন সদস্য নাজমুল আলম স্বপন।

বৃহস্পতিবার সকালে উক্ত প্রতিষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খানের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুল আলম স্বপনকে সভাপতি নির্বাচিত করা হয়।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া, দাতা সদস্য হারুনুর রশিদ, সাধারণ অভিভাবক সদস্য ইসহাক, মাঈনুল ইসলাম, তোফাজ্জল হোসেন, রাসেল মুন্সী, সংরক্ষিত মহিলা সদস্য ইতি রাণী কর, শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন, আব্দুল বারী, সালমা আক্তারসহ শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি নাজমুল আলম স্বপন বলেন, আগামী দুই বছরের মধ্যে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই ঐতিহ্যবাহী হয়রত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়টিকে গড়ে তুলবো। তার পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাবো। তিনি চতুর্থবারের মত পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়