শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ এপ্রিল ২০২২, ০০:০০

প্রবৃত্তির নিয়ন্ত্রণে রোজা ঢাল স্বরূপ
এএইচএম আহসান উল্লাহ ॥

রোজা সম্পর্কে প্রিয় নবী (দঃ)-এর একখানা হাদীসের অংশ বিশেষ হচ্ছে ‘রোজা ঢাল স্বরূপ।’ নবীজীর এই বাণীর গুরুত্ব ব্যাপক। রোজাদারকে অশ্লীল কথাবার্তা বা মন্দ আচরণ, ঝগড়া-কলহের বাদানুবাদ ও শোরগোল থেকে নিবৃত্ত থাকতে বলা হয়েছে। এমনকি কেউ যদি গায়ে পড়ে তার সাথে কলহ-বিবাদ করতে আসে, এমনকি মারতেও যদি উদ্যত হয় তখনও রোজাদারকে সংযমের পরিচয় দিতে বলা হয়েছে রোজার সম্মান ও পবিত্রতার খাতিরে। বিশ্ব বরেণ্য হাদিস টিকাকার হাকীমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী (রঃ) এ প্রসঙ্গে বলেন, ‘রোজা উভয় জগতে মুমিনের জন্য ঢাল।’ রোজা দুনিয়াতে শয়তানের প্ররোচনা ও কুমন্ত্রণার মন্দ প্রভাব থেকে রোজাদারকে রক্ষা করে। আবার আখিরাতে জাহান্নামের আগুন থেকেও রোজা মুমিনকে রক্ষা করে।

কলহপ্রবণ সমাজে প্রতিনিয়ত যুদ্ধংদেহী মনোভাব পরিহার করতে এ শিক্ষা শুধু কার্যকরই নয়, অনুপমও বটে। মানুষের প্রবৃত্তি কলহপ্রিয়। পবিত্র কোরআনে এসেছে, “নিশ্চয়ই আমি এ কোরআনে মানুষকে বিভিন্ন উপমার মাধ্যমে ব্যাখ্যা প্রদান করেছি, আর মানুষ প্রায় ক্ষেত্রে অধিক কলহপ্রবণ।” প্রবৃত্তিজাত ও মন্দ প্রবণতাকে ঠেকাতে রোজার ভূমিকাকে কে অস্বীকার করবে? হাদীসে নববীতে ইরশাদ হয়েছে, রমজানের প্রথম রাত থেকেই আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী এক ফেরেশতা তাঁর বান্দাদের সৎ কাজের প্রেরণা ও মন্দ কাজে বাধা দেয়ার কাজে নিয়োজিত থাকে। তাই প্রবৃত্তির রাহু থেকে মুক্ত হতে পবিত্রতা ও মর্যাদা সহকারে রোজার অনুশীলন অব্যাহত রাখা আমাদের একান্তই জরুরি। আল্লাহ আমাদের সে তাওফিক দান করুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়