শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ এপ্রিল ২০২২, ০০:০০

জামিন পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

নাশকতার মামলায় ১২ দিন কারাভোগের পর জামিন পেলেন সদ্য নির্বাচিত চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার ২১ এপ্রিল দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান বিএনপির এ নেতার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১০ এপ্রিল একই আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে চাঁদপুর শহরে কালিবাড়ী কোর্ট স্টেশন এলাকায় দলীয় কর্মসূচি নিয়ে একটি নাশকতার মামলায় অভিযুক্ত হন শেখ ফরিদ আহমেদ মানিকসহ বেশ কিছু নেতাণ্ডকর্মী। মামলাটি নিম্ন আদালত থেকে অভিযোগ গঠন হয়ে উচ্চ আদালতে স্থানান্তর হয়। তারপর সেই মামলায় জামিন নিতে গেলে তা গত ১০ এপ্রিল নামঞ্জুর হয়।

শেখ মানিক ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেন। সবশেষ চলতি মাসের ২ তারিখে তিনি চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনে ভোটারদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়