প্রকাশ : ২২ এপ্রিল ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভায় ১০০ জন অসহায় বিবাহিত নারীর মাঝে গর্ভকালীন মাতৃত্বভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী তার নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গর্ভকালীন মাতৃত্বভাতা প্রাপ্তির জন্যে তালিকাভুক্ত নারীরা প্রত্যেকে ৪ হাজার ৮শ’ টাকা হারে ৬ কিস্তিতে মোট ২৮ হাজার টাকা পাবেন। পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে তালিকা করা মোট ১০০ জন নারীর উক্ত ভাতা পেতে ইতোমধ্যে পৌর কর্তৃপক্ষ তাদের সকল কার্যক্রম সম্পন্ন করেছে।