প্রকাশ : ২২ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর শহরে বড় স্টেশন এলাকার মাদ্রাসা রোডস্থ লঞ্চঘাট সংলগ্ন যমুনা রোডের টিলাবাড়ি ঠোঁডার মাথায় ২০ এপ্রিল বুধবার রাতে উত্তাল মেঘনার ঢেউয়ের আঘাতে সেখানে স্থাপন করা বালু ভর্তি জিও ব্যাগগুলোর কিছু অংশ নদীতে দেবে যায়। এমন পরিস্থিতিতে পৌর ৭নং ওয়ার্ডের ওই এলাকার বাসিন্দাদের মাঝে বসতঘর ও ভিটেমাটি হারানোর আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, এখানে প্রায় দুই থেকে তিনশ’ দরিদ্র পরিবারের বসবাস। আশেপাশে আরো শত শত বাড়িঘর রয়েছে। আগেও নদী ভাঙ্গনের শিকার হয়ে পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই বলতে কোনোমতে এই নদীপাড়ের টিনের দোচালা চৌচালা ঘর বানিয়ে বসতি গড়ে তোলে। এখন হঠাৎ করে বালু ভর্তি জিও ব্যাগগুলো দেবে যাচ্ছে দেখে আবারো ভিটেমাটি হারানোর ভয়ে আছেন।
তারা আরও বলেন, কিছুদিন আগে একবার এখানে ভাঙ্গন দেখা দিয়েছিলো। তখন পর্যাপ্ত বাজেট হয় এবং বালু ভর্তি জিও ব্যাগ ফেলা ও ব্লক ফেলার কাজ শুরু হয়। কিন্তু ওই কাজ বাজেট অনুযায়ী চরম গাফিলতির মাধ্যমে করায় কয়েক মাস না যেতেই এখন আবার ভিটেমাটি হারানোর ঝুঁকিতে রয়েছি। আমরা একটা স্থায়ী সমাধান পেতে জনপ্রতিনিধি, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল বলেন, আমরা টিলাবাড়ি মোড়ে নদী ভাঙ্গনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জরুরি জিও ব্যাগ বরাদ্দ চেয়েছি। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। হলেই জরুরি ভিত্তিতে কাজ শুরু করবো।
তিনি আরও বলেন, মেঘনা নদীতে পানির স্রোত বেড়ে যাওয়ায় বালু ভর্তি জিও ব্যাগের বস্তাগুলো দেবে গেছে। তবে এই জিও ব্যাগের নিচে ব্লক রয়েছে। তাই এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্যে অনুরোধ করছি।