শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ এপ্রিল ২০২২, ০০:০০

শেখ হাসিনাই যাতে দেশ পরিচালনার দায়িত্ব পান সবাই এ দোয়া করবেন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ রমজান বিকেলে চাঁদপুর ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের ভিশনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। তিনি আরো বলেন, আমাদের মধ্যে অনেক বিভাজন থাকতে পারে। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন ঐক্যবদ্ধ হই। সরকার দেশ পরিচালনার আবার সুযোগ পাক এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই দেশ পরিচালনার দায়িত্ব পাক-সবাই এই দোয়াই করবেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, ফরিদগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ প্রমুখ।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে দোয়া-মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোশাররফ হোসাইন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলনসহ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং ব্যবসায়িক প্রতিনিধিগণ। আলোচনা পর্ব সঞ্চালনা করেন সাংবাদিক এমআর ইসলাম বাবু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়