প্রকাশ : ২১ এপ্রিল ২০২২, ০০:০০
পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
যেখানে মানুষ বেশি সেখানে আমাদের সেবাও বেশি থাকতে হবে : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহের এক আনন্দঘন দিন ঈদণ্ডউল-ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে সবাই চায় পরিবারকে নিয়ে ঈদ আনন্দে থাকতে। যারা আমরা বিভিন্ন ম্যানেজমেন্টে আছি তাদের জন্য দায়িত্ব পালন করা চ্যালেঞ্জ। সবার আন্তরিকতায় আমরা চাঁদপুরবাসীকে ঈদুল ফিতরের আনন্দ পরিপূর্ণ দিতে পারবো। তিনি আরো বলেন, কোথায় কখন ঈদের জামাত অনুষ্ঠিত হবে এ বিষয়টি তদারকি করবে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদপুর একটি ট্রানজিট পয়েন্ট। লঞ্চ, স্টিমার, বাস, রেলওয়েসহ যাতায়াতের সুযোগ-সুবিধা থাকায় বিভিন্ন জেলার লোকেরা এই শহরের উপর দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে। যেখানে মানুষ বেশি সেখানে আমাদের সেবাও বেশি থাকতে হবে। যাত্রীরা নিজ গন্তব্যে নিরাপদে যেতে পারলেই আমরা তখন সফল হবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, বিআইডাব্লিউটিএর উপ-পরিচালক কায়সারুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।