প্রকাশ : ১৯ এপ্রিল ২০২২, ০০:০০
গতকাল ১৮ এপ্রিল সকাল ৯টা ৩৫ মিনিটের সময় চাঁদপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর শহরের বাবুরহাট বাজারের পূবালী ব্যাংকের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপর থেকে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়কারী ২ ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ আবু সায়েম ভূঁইয়া (২৩) ও মোঃ শাফিন ভূঁইয়া (২১)।
আটককৃতদের নিকট হতে সৌদি আরব ও কাতারের রিয়াল, দুবাইয়ের দেরহাম ও ইউএস ডলার (যার বাংলাদেশী মুদ্রায় মান ৫,৭৩,৯৭৩ টাকা) এবং বাংলাদেশী নগদ ৬,২৫,৮৮০ টাকাসহ সর্বমোট ১১ লাখ ৯৯ হাজার ৮৫৩ টাকা উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।