প্রকাশ : ১৯ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি চাঁদপুর জেলার সরকারি সকল বিভাগের কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে আজ মঙ্গলবার পর্যালোচনা সভা করবেন। আজ সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।
বর্তমান সরকারের চলমান তিন বছর তিন মাস তথা ২০১৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চাঁদপুর জেলায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্প এবং বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে শিক্ষামন্ত্রী এই পর্যালোচনা সভা করবেন।
মন্ত্রী এই কর্মসূচি নিয়ে সরকারি সফরে গতকাল রাতে চাঁদপুর আসেন। রাতে তিনি চাঁদপুর শহরের কদমতলা এলাকাস্থ নিজ বাসায় রাত্রি যাপন করেন। আজ পর্যালোচনা সভা শেষ করে বিকেল তিনটায় তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।