শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে ব্রিক ফিল্ডে হামলা
সোহাঈদ খান জিয়া ॥

ফরিদগঞ্জ উপজেলার টুবগিতে এমটিবি ব্রিক ফিল্ডে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে গতকাল রোববার সকালে। আহত ব্রিক ফিল্ড মালিক তাজউদ্দিন আহমেদ বলেন, প্রায় ২-৩ মাস আগ থেকে টুবগি গ্রামের শুক্কুর খান, সেকদী গ্রামের বোরহান গাজী ও আলাউদ্দীন গাজী আমার নিকট চাঁদা দাবি করে আসছে। তাদের দাবিকৃত টাকা না দিলে ব্রিক ফিল্ড বন্ধ করে দেয়ার হুমকি দেয়। এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রোববার সকালে দা, ছেনি ও চাপাতি নিয়ে শুক্কুর খান, বোরহান গাজী ও আলাউদ্দীন গাজী ১২/১৫ জন লোক নিয়ে ব্রিক ফিল্ডে প্রবেশ করে আমাকে, ম্যানেজার আবু সাঈদ, শ্রমিক জহির, মহসিন ও সবুজের ওপর হামলা চালায়।

হামলাকারীরা ব্রিক ফিল্ডের মালিক তাজউদ্দিনকে রড, শাবল ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এমনকি হত্যার উদ্দেশ্যে গলায় ছেনি দিয়ে আঘাতের চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী ও শ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।

হামলাকারীরা ব্রিক ফিল্ডে প্রবেশ করে মোটরসাইকেল, মেশিন, কল, শ্রমিকদের থাকার ঘর ভাংচুর করে ব্রিকফিল্ড বন্ধ করে দেয় ও অফিস কক্ষে ইট পাটকেল নিক্ষেপ করে। অফিসে প্রবেশ করে নগদ ৩ লাখ টাকা নিয়ে যায় ও ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।

সরজমিন গেলে নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন ব্যক্তি বলেন, স্থানীয় এলাকাবাসী এগিয়ে না আসলে এখানে লাশ পড়তো। হামলাকারীরা সবাই দা, ছেনি, শাবল, চাপাতি ও রড নিয়ে অন্যায়ভাবে ব্রিক ফিল্ডে প্রবেশ করে হামলা করে। এ হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়