শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ০০:০০

চাঁদপুরে দুই দিনে দু জনের করোনা শনাক্ত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

গতকাল ১৭ এপ্রিল ও আগের দিন ১৬ এপ্রিল চাঁদপুরে ২ জনের করোনা শনাক্ত হয়। এ দু দিনে মোট ৪৭ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে দুই জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৬ এপ্রিল শনিবার ১৫ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৫ জন সবারই রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল ১৭ এপ্রিল রোববার ৩১ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বাকি ২৯ জনের রিপোর্ট নেগেটিভ ছিলো। আক্রান্ত ২ জনের মধ্যে ১ জনের বাড়ি চাঁদপুর সদর উপজেলায় অন্যজনের বাড়ি মতলব উত্তর উপজেলায়। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।

এ পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩শ’ ৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯শ’ ৮৮জন।

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২শ’ ৪৬ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ১শ’ ৩৪ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৫৫৫ জন, হাইমচরে ৯০৬ জন, মতলব উত্তরে ৯৬৪ জন, মতলব দক্ষিণে ১৩৯৫ জন, ফরিদগঞ্জে ২০১৫ জন, হাজীগঞ্জে ১৭৪২ জন, কচুয়ায় ৯৪০ জন ও শাহরাস্তিতে ১৮৫১ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়