শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ০০:০০

চাঁদপুরে আওয়ামী লীগের ‘স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপ’
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মামুদ স্বপন এমপি বলেছেন, পরনিন্দা ও পরশ্রীকাতরতার কারণেই রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দল ও দ্বন্দ্বের সৃষ্টি হয়। অভ্যন্তরীণ কোন্দল ও দ্বন্দ্ব থেকে রাজনৈতিক দলকে রক্ষা করতে হলে দলের ভেতর গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে।

তিনি ১৬ এপ্রিল শনিবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের এলিট চাইনিজ রেস্টুরেন্টে চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপ’-এর উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন। তিনি ঢাকা থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

হুইপ আবু সাঈদ আল মামুদ স্বপন বলেন, অন্য কোনো দেশের গণতন্ত্রের নমুনা দিয়ে নয়, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির উপর নির্ভর করেই গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে।

তিনি আরো বলেন, দলকে শক্তিশালী করে রাষ্ট্রের কল্যাণ করতে হলে দলের ভেতর গণতান্ত্রিক ধারা অক্ষুণœ রাখতে হবে।

এজন্যে তিনি দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা সাংগঠনিক তৎপরতা উৎকর্ষ এবং শান্তিপূর্ণ রাজনীতির চর্চা বৃদ্ধির পরামর্শ দেন।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র পরিচালক।

বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। কর্মশালায় সহায়ক হিসেবে ছিলেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের লোকজন। কর্মশালায় জেলা আওয়ামী লীগের আরো কিছু নেতা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়