প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ০০:০০
শখের মোটরসাইকেল কেড়ে নিল সুশান (২১) নামে চাঁদপুর শহরের এক যুবকের জীবন। ডিএন হাইস্কুলের সামনের রাস্তায় দ্রুতগতির পিক-আপ ও মোটর সাইকেলের মধ্যে সংর্ঘষে সামির ইয়াসির সুশান নামের ওই তরুণের মৃত্যু হয়েছে। ১৬ এপ্রিল শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত সুশানকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় স্কয়ার হাসপাতালে তিনি মারা যান বলে তার বন্ধু মহল ও পারিবারিক সূত্রে জানা যায়। নিহত সুশান চাঁদপুর শহরের প্রফেসরপাড়া নিবাসী ঠিকাদার শফিক পাটওয়ারীর ছোট ছেলে।