প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগাদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আব্দুল মান্নান মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও বাগাদী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি সাহা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পশ্চিম সকদী মাদানিয়া আলিম সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জাকির হোসেন হীরু।
এ সময় উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শহীদ মোল্লা, মুক্তিযোদ্ধা মোঃ মুসলিম খান, আঃ রাজ্জাক খান, আঃ মজিদ খান, মোঃ শাহজাহান পাঠান, মোঃ নাজির হোসেন মিয়া, মোঃ শাহজাহান মিয়া, মোঃ রুহুল আমিন চৌধুরী, মোঃ গিয়াস উদ্দিন মিজি, মোঃ অলিউল্লাহ গাজী, রেজাউল করিম, আঃ মান্নান মিজি, আঃ রহিম গাজী, আব্দুল বারেক গাজী, আঃ বারেক খান, আবুল কালাম তপদার, নুরুল ইসলাম, মোঃ হারুন, আঃ ছাত্তার, গিয়াস উদ্দিন পাটোয়ারী, বাগাদী ইউপি সদস্য মোঃ জাকির খান, ফজলুর রহমান, ইলিয়াস খান, মোশাররফ হোসেন, মোঃ দুদু গাজী, মনির হোসেন, আয়েশা বেগম, ফারুল আক্তার, শাহনারা বেগম, হিসাব সহকারী নুর নবী, ইউসুফ খান প্রমুখ।