শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২২, ০০:০০

খালেদা জিয়াকে মুক্ত করতে হলে যুবকদের ইশরাকের মতো সাহসী হতে হবে
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শর্তহীন মুক্তি ও সুচিকিৎসা কামনা করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির একাংশ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদ।

তিনি বলেন, শর্তহীনভাবে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আজ দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রের জননী ভালো নেই। তাকে মুক্তির আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় তিনি ইশরাকের উদাহরণ দিয়ে বলেন, যুবকদের জাগতে হবে। যেনতেন ভাবে জাগলে হবে না। ইশরাকের মতো সাহসী হয়ে আন্দোলন করতে হবে। আজ দেশে শান্তি নেই। দ্রব্যমূল্য হু হু করে বৃদ্ধি পাচ্ছে। সেদিকে সরকারের নজর নেই। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে হবে। এভাবে চলতে থাকলে দেশ একসময় শ্রীলংকার মতো হয়ে যাবে।

১৬ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার কাওনিয়া গ্রামে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নাছির উদ্দিন পাটওয়ারী। সঞ্চালনা করেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুল রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির একাংশের সভাপতি আজিজুর রহমান আজিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাফুজুর রহমান টিপু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়