শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২২, ০০:০০

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে শিরোপা জয়ী গণি স্কুল
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শিরোপা জয়লাভ করেছে চাঁদপুর শহরের গণি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয় (মডেল হাইস্কুল)। শনিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা শক্তিশালী আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের সাথে ৯৩ রানে জয়ী হয়।

খেলাশেষে শিরোপা জয়ী ও রানারআপ দল এবং ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহকারী আয়ানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ শামিম ফারুকী। এ সময় গণি স্কুলের কোচ ও ক্রিকেটার পলাশ কুমার সোম, সহকারী কোচ নাছির এবং আল-আমিন একাডেমীর কোচ জয়নাল আবেদীনসহ দুদলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

খেলায় গণি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ৪৯ ওভার ১ বলে সব ক’টি উইকেট হারিয়ে ২২৭ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে অপরাজিত মুশফিক হাসান ৯৫ ও মাহমুদুল ৪৭ রান করেন। বল হাতে আল-আমিন একাডেমির ইলিয়াস ২৯ রানে ৩ ও আলি ৩১ রানে ৩টি উইকেট লাভ করেন।

আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ ২২৮ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৪৩ ওভারে ১৩৪ রানের বিনিময়ে সব ক’টি উইকেট হারিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে ইনজামাম ৭২ বলে ৪২ এবং তানভীর ৩০ বলে ১৭ রান সংগ্রহ করে। গণি স্কুলের পক্ষে বল হাতে মাহমুদুল হাসান ২২ রানে ৪টি ও ইসহাত ২৩ রানে ২টি উইকেট লাভ করেন। গণি আদর্শ উচ্চ বিদ্যালয় ৯৩ রানে জয়লাভ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়