প্রকাশ : ১৭ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সমিতির সদর দপ্তর মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।
সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আতিকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সভাপতি তৌহিদুল ইসলাম খোকা।
উপস্থিত ছিলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম ওমর আলী, মোবারক হোসেন, বেলায়েত হোসেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম মোঃ সাদেক মিয়া, এজিএম ওয়াদুদ খন্দকার, উপজেলা এলজিইডি কর্মকর্তা রেজাওয়ানুর রহমান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালনা পর্ষদের সদস্য মোঃ ওমর ফারুক, মোঃ কামাল হোসেন, মোঃ মাসুদুল গণি, মোঃ জসিমউদ্দিন মজুমদার প্রমুখ। ইফতার মাহফিল পরিচালনা করেন ইসি মহিব বিল্লাহ।