প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ০০:০০
গতকাল ১৫ এপ্রিল ও আগের দিন ১৪ এপ্রিল চাঁদপুর ছিলো করোনা শূন্য। এ দু দিনে মোট ২৬ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৬ জনের সবার রিপোর্ট নেগেটিভ আসে। অনেকদিন পর পর দু দিন চাঁদপুর করোনা শূন্য পাওয়া যায়। তবে করোনা পরীক্ষার সংখ্যাও কমে আসে। এর আগে ১৩ এপ্রিল বুধবার ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ২৩ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। তার মধ্যে শনাক্ত হয় ৪ জন। শনাক্তের হার ছিলো ১৭.৩৯ শতাংশ। এরপর পর পর দু দিন করোনা শূন্য পাওয়া যায়। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে। ১৩ এপ্রিল পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩শ’ ৬৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯শ’ ৪৩জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২শ’ ৪৬ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ১শ’ ৭৭ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৫৫৪ জন, হাইমচরে ৯০৬ জন, মতলব উত্তরে ৯৬৩ জন, মতলব দক্ষিণে ১৩৯৫ জন, ফরিদগঞ্জে ২০১৫ জন, হাজীগঞ্জে ১৭৪২ জন, কচুয়ায় ৯৪০ জন ও শাহরাস্তিতে ১৮৫১ জন।