প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ০০:০০
হাদিসে কুদ্সীতে ইরশাদ হয়েছে, ‘রোজা আমার জন্যে, আমি নিজেই এর পুরস্কার দেবো অথবা এর পুরস্কার আমি নিজেই।’ আল্লাহ রাব্বুল আলামিনের কথা রাসূল পাক (দঃ)-এর মুখে প্রকাশ- এ ধরনের হাদিসকে হাদিসে কুদ্সী বলা হয়। এ ধরনের হাদিসের গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক বলেছেন, রোজা আমার। এ কথার মর্মার্থ ব্যাপক। মোজাহেরে হক ব্যাখ্যা গ্রন্থে এর সাতটি তাৎপর্য বর্ণনা করা হয়েছে। একটি হলো, রোজা আমার অর্থাৎ রোজার এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য ইবাদতে নেই। তাই এর সওয়াবের পরিমাণ আল্লাহ ব্যতীত কেউ করতে সক্ষম নয়। এ জন্যেই তিনি নিজের ইচ্ছেমতো বেশুমার পুরস্কার নিজ হাতেই দেবেন। ফেরেস্তাদের হাতে এ দায়িত্ব ন্যাস্ত করা হবে না। (মিরকাত)
আর আরেকটি ব্যাখ্যা হচ্ছে, রোজা আমার (আল্লাহর) সিফাত। পানাহার ও প্রবৃত্তিমুক্ত জাত একমাত্র আমার। সুতরাং রোজাদার এই গুণে গুণান্বিত হলে তার অন্য কোনো পুরস্কার নয় বরং আমি নিজেই তার পুরস্কার। এখানে মালের চেয়ে মালিকের প্রাধান্য দেয়া হয়েছে। অন্যান্য ইবাদতে জান্নাত, কাউছার, হুর, গেলমান ইত্যাদি পুরস্কার আর রোজাতে স্বয়ং খোদা পুরস্কার। ইহাই এই হাদিসে কুদ্সীর তাৎপর্য।