শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ০০:০০

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল ১২ই রমজান বৃহস্পতিবার প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি আল ইমরান শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আবদুর রহমান গাজী। আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, শরীফ চৌধুরী ও শহীদ পাটওয়ারী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, সোহেল রুশদী, প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ, আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক জাকির হোসেন, প্রভাতী কাগজের সম্পাদক আঃ আউয়াল রুবেল, প্রিয় চাঁদপুরের সম্পাদক বোরহান উদ্দিন ডালিম প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন বলেন, প্রেসক্লাবের অধীন সকল অঙ্গ-সংগঠনের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সুন্দর সম্পর্ক রয়েছে। সবাই মিলেমিশে উন্নয়ন ও সম্ভাবনার চিত্র তুলে ধরছেন এবং সমাজের অসঙ্গতিগুলো দূর করতে এখানকার সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা রাখছেন। আত্মশুদ্ধির রমজান মাসে সুন্দর আয়োজন করায় তিনি টেলিভিশন সাংবাদিক ফোরামকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে টেলিভিশন সাংবাদিক ফোরামের সকল সদস্য ছাড়াও আমন্ত্রিত বিভিন্ন সেক্টরের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়