প্রকাশ : ১৪ এপ্রিল ২০২২, ০০:০০
গতকাল ১৩ এপ্রিল ছিলো পিরোজপুর জেলার বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব, প্রখ্যাত আইনজীবী অ্যাডঃ এবিএম আজিজুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী। মরহুম আজিজুল হক পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন দেউলবাড়ি দোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে একটানা ৩৫ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেলা সদরের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে শিক্ষা, সংস্কৃতি ও সমাজের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৫ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য, তাঁর তিন কন্যাই পরিণয় সূত্রে চাঁদপুর শহরের বাসিন্দা হয়েছেন। মেঝো মেয়ে ও তার স্বামী লুৎফুর রহমান খন্দকার ক’বছর পূর্বে মৃত্যুবরণ করেন। তাঁর চতুর্থ কন্যা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর বিলকিস আজিজ (স্বামী আলহাজ্ব অ্যাডঃ মোঃ ইকবাল-বিন-বাশার) এবং পঞ্চম কন্যা চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা খানম (স্বামী কাজী শাহাদাত)।