প্রকাশ : ১৩ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ এপ্রিল মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিস ও জেলা পুলিশের সহযোগিতায় লাইসেন্স না থাকায় চারটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে নানা অনিয়মের কারণে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেলাল উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, লাইসেন্স না থাকায় শহরের মিশন রোডস্থ আল রাফি ডায়াগনস্টিক সেন্টার, তিতাস ডায়াগনস্টিক সেন্টার, চাঁদপুর ভ্যাকসিন সেন্টার ও নতুন বাজারস্থ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া চাঁদপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের কারণে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।