প্রকাশ : ১৩ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আমি মোঃ তারিকুল ইসলাম চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচন-২০২২-এর অনুচ্ছেদ ১৩ ও গঠনতন্ত্র মোতাবেক জেলা ক্রীড়া অফিসার পদাধিকার বলে নির্বাহী সদস্য হওয়ায় বর্তমান সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর নির্বাচনী প্যানেল থেকে আমার নাম প্রত্যাহার করছি। তাই এখন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর নতুন প্যানেল ২৯ সদস্যের পরিবর্তে ২৮ সদস্য বিশিষ্ট হবে।