শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২২, ০০:০০

সাধারণ সম্পাদক পদে ৩ ও যুগ্ম সম্পাদক পদে ১ জনের মনোনয়নপত্র উত্তোলন
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনিবাহী পরিষদের নির্বাচন-২০২২-এর মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৪ প্রার্থী। এদের মধ্যে ৩ জন সাধারণ সম্পাদক পদে ও ১ জন যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র উত্তোলন করেন। মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ করেন রিটার্নিং অফিসার ও জেলা ক্রীড়া অফিসার মোঃ তরিকুল ইসলাম।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন : জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অনূর্ধ্ব-১৯ ও ১৬ দলের সাবেক ক্রিকেটার শফিউল আলম রাজন এবং ক্রীড়ানুরাগী সাংবাদিক শাহাদাত হোসেন শান্ত। আর যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল।

জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং অফিসার ও জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সকলেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়ে আসবে আমরা তাদের সাথেই কাজ করবো।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্রের ৮, ১১নং অনুচ্ছেদের আলোকে প্রণীত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন স্বাক্ষরিত ৫৭ সদস্যবিশিষ্ট চূড়ান্ত ভোটার তালিকাটি গত রোববার দুপুরে প্রকাশিত হয়।

এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বপালন করছেন জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রশিদ।

গতকাল বিকেল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, নির্বাচনের তফসিল অনুযায়ী ১৭ এপ্রিল রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের সময় সকাল ১১টা থেকে বিকেল ৩টা। মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত। ২১ এপ্রিল প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে এবং ২৫ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়