প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ০০:০০
গতকাল ১১ এপ্রিল বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের সভাপতিত্বে আশ্রয়ণ প্রকল্পের চলমান কাজের অগ্রগতি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় চাঁদপুর প্রান্তে অনলাইন প্লাটফর্মে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সভায় উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, সকল অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ।