প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ০০:০০
মাহে রমজানের নবম দিনে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল সোমবার বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় ইফতারে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস.এম. জিয়াউর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন।
আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ লতিফ শেখ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, আওয়ামী লীগ নেতা অ্যাডঃ জসিম পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবরের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ আইনজীবী ও অতিথিবৃন্দ।