শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ০০:০০

মৈশাদী হারুন বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সেমাই কারখানাতে বাজার তদারকি অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়। ১১ এপ্রিল প্রথম দিন চাঁদপুর সদর উপজেলার মৈশাদী হারুন বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন। তিনি জানান, মৈশাদীর তালতলা এলাকায় হারুন বেকারীতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধ খুঁজে পাওয়া যায়। সেমাইতে মাছি, মাকড়শার জাল, তৈরিকৃত ডালডা ও ঘিয়ে শুকনা পাতা ও ময়লা, বাথরুমে সাবান ব্যবহার না করা, ময়লা ও ঘর্মাক্ত হাত দিয়ে সেমাইয়ের কাই তৈরি করা, স্যাঁতস্যাঁতে মেঝে, খাবার তৈরি রুমে স্টাফদের জামাকাপড় ও সিগারেটের টুকরা ফেলে রাখা, প্যাকেটজাত সেমাইতে ওজনে কম দেয়াসহ সর্বোপরি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযান পরিচালনায় সহায়তা করেন চাঁদপুর জেলা ডিবি পুলিশের একটি চৌকষ টিম। ভোক্তার স্বার্থে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়