প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ০০:০০
সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের সময়ই সকল ধর্মের মানুষ তাদের স্ব-স্ব ধর্মীয় আচার অনুষ্ঠান পালনসহ রাষ্ট্রীয় সকল মর্যাদা ভোগ করেছেন সমানভাবে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের আশ্বাস দিয়ে বলেন, নিজেদেরকে কখনো সংখ্যালঘু ভাববেন না। এ দেশ, এ মাটি আপনার আমার সকলের। মানুষের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাণ্ডকর্মীরা পাশে রয়েছে।
গত ৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় পুরাণবাজার দাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি উপোরক্ত বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, রাতের অন্ধকারে দুষ্কৃতকারীদের দ্বারা এই মন্দির ভাংচুরের সংবাদ পাওয়ার সাথে সাথেই আমি আপনাদের কাছে ছুটে এসেছি এবং মন্দির রক্ষাসহ তা পুনঃনির্মাণে যা যা করণীয় তার ব্যবস্থা নিয়েছি। তা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আপনারা নির্বিঘেœ, নিশ্চিন্তে আপনাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। আমি আপনাদের পাশে রয়েছি। চাঁদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এ সম্প্রীতি আমরা যে কোনোভাবেই রক্ষা করবো। তিনি দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রয়োজন রয়েছে উল্লেখ করে আরো বলেন, আমার, আপনার নিরাপত্তাসহ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। শেখ হাসিনা সরকার যাতে আবারো নির্বাচিত হতে পারেন সে লক্ষ্যে আপনারা কাজ করবেন।
শিক্ষামন্ত্রী মন্দির চত্বরে পৌঁছলে মন্দিরের ভক্তবৃন্দ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নারীরা তাঁকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে ধরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি), জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাবেক সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সদস্য অ্যাডঃ নিবাস মজুমদার, পৌর কাউন্সিলর আঃ মালেক শেখ, আঃ লতিফ গাজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মফিজ বেপারী, দাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, দাসপাড়া সার্বজনীন কালী মন্দিরের সভাপতি দুলাল দাস, সহ-সভাপতি শনিরাম দাস, মৃনাল কান্তি দাস, দুর্গা মন্দির কমিটির তাপস দাস, অঞ্জন দাস, উৎপল দাস, সমীর দাস, নারায়ণ দাস, রিপন দাস, অজিত দাস, বাদল দাস, মৃদুল কান্তি দাস, রাম দাস, পংকজ দাস, সঞ্জয় মজুমদার, বাবুলাল দাস, লিটন দাস, সুমন দাস, বাবলু দাস, রবি দাস, শনি দাস প্রমুখ।