শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ০০:০০

ঠিকাদার পরিচয়ে ব্যবসায়ীর লাখ টাকার মালামাল নিয়ে উধাও প্রতারক
স্টাফ রিপোর্টার ॥

ঠিকাদার পরিচয়ে লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী ক্রয় করে ব্যাংকের চেক দিয়ে প্রতারণার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চাঁদপুর শহরে। চেক পাস না হওয়ায় একলাখ টাকা ক্ষতির শিকার হয়েছেন ব্যবসায়ী, আর মালামাল নিয়ে উধাও হয়ে গেছে প্রতারক। ঘটনাটি ঘটেছে চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট সংলগ্ন মুক্তিযোদ্ধা সড়কের মোল্লা হার্ডওয়্যার দোকানে। নিরূপায় হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চাঁদপুর সদর মডেল থানায় চেক ডিজঅনার সংক্রান্ত সাধারণ ডায়েরি করেছেন।

অভিযোগে জানা যায়, গত ৭ মার্চ তপু ছৈয়াল নামে এক ব্যক্তি নিজেকে ঠিকাদার পরিচয়ে ক্রেতা সেজে ওই দোকান হতে ১৫টি সিলিং ফ্যান ও হকার্স মার্কেটের ১০৬নং দোকান থেকে ১০ কয়েল বিদ্যুতের ক্যাবল ক্রয় করে। দুই দোকানে তার মালামালের বিক্রয় মূল্য আসে যথাক্রমে ৭০ হাজার ও ৩০ হাজার টাকা সর্বমোট ১ লাখ টাকা। এই মালামাল ক্রয়ের বিপরীতে সে নগদ অর্থ না দিয়ে ঢাকা ব্যাংকের একটি চেক প্রদান করে। কিন্তু তার দেয়া ঢাকা ব্যাংক লিমিটেডের চেকটি স্থানীয় শাখায় ভাঙাতে গেলে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় চেকটি ফেরত আসে। ইতিমধ্যে তার দেয়া ফোন নাম্বারে (০১৭২৪১৯৪৪৯৩) যোগাযোগ করা হলেও নানা রকমের তালবাহানা করে নাম্বারটি বন্ধ করে রাখে। নারায়ণগঞ্জে তার স্থায়ী ঠিকানায় ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে যোগাযোগ করা হলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার পরের দিন ৮ মার্চ চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফেজ জাকির মৃধাকে ঘটনাটি অবহিত করা হলে তিনিসহ চাঁদপুর সদর মডেল থানার ওসির সঙ্গে কথা বলে সাধারণ ডায়েরি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়