প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক গতকাল ১০ এপ্রিল একটি মামলায় হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত একটি মিথ্যা মামলায় তাকে জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে সভাপতির নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। আজ বেলা ৩টায় জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সভাপতির মুক্তির দাবিতে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হবে।