প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, বিরোধী দলকে উচ্ছেদ করার মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ শুরু করেছে।
১০ এপ্রিল রোববার দুপুরে ঢাকা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, নানা কারণে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে সরকার। দুর্নীতিগ্রস্ত এই অবৈধ সরকার দেশকে খাদের কিনারে নিয়ে গেছে। বিএনপি নেতাণ্ডকর্মীদের এই রমজান মাসেও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে।
রিজভী আরও বলেন, এই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার কায়েমের জন্যে দিনের পর দিন হরতাল, ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও কর্মসূচি চালিয়েছিলো। সেই তারাই আবার গায়ের জোরে সংবিধান থেকে সেটি মুছে দিয়ে ভোট নির্বাচনকেও বাকশালীকরণ করে কলঙ্ক রচনা করেছে। এই কলঙ্কের তীব্রতা এতোটাই বেশি যে, তা ছাইচাপা আগুনের মতো আর লুকোনো থাকবে না। জনদৃষ্টি দিকভ্রান্ত করার জন্যেই রমজান মাসেও নতুন করে বিএনপি নেতাণ্ডকর্মীদের গ্রেপ্তার করতে বেপরোয়া হয়ে উঠেছে।
অবিলম্বে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকসহ গ্রেপ্তারকৃত নেতাদের মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান রিজভী।