শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ০০:০০

জেলা বিএনপির সভাপতি মানিক কারাগারে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর শহরের কালিবাড়ী কোর্ট স্টেশন এলাকায় ২০১৮ সালের নির্বাচনকালীন সময়ে রেল লাইন তুলে নেয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

১০এপ্রিল রোববার সকালে চাঁদপুর জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মানিকের আইনজীবীরা। বিচারক তার জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

রোববার সকালে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক স্বেচ্ছায় আদালতে হাজির হন। তিনি এই মামলার চার্জশীটভুক্ত ১৫ নম্বর আসামী। পরে দুপুর ১২টায় তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি জানতে পেরে আদালত প্রাঙ্গণ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে নেতাণ্ডকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ করে এবং বিএনবির অনেক নেতাণ্ডকর্মী সড়কে শুয়ে পড়েন। এর ফলে সড়কে যান চলাচলে কিছুটা বিঘœ ঘটে।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিম জানান, ২০১৮ সালের নির্বাচন বানচালের জন্য বিএনপির বিরুদ্ধে গায়েবি মামলা করা হয়। কালী বাড়িতে ঘটনার দিন তিনি হাজারো নেতাণ্ডকর্মী নিয়ে রেললাইন উত্তোলন করেছেন মর্মে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। যার নং জিআর ৫৬১, এসটিসি ১/২২। তিনি এ গায়েবি মামলার কোনো আসামী ছিলেন না। নতুন করে তার নাম চার্জশীটে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই প্রেক্ষিতে আজকে তিনি আদালতে আত্মসমর্পণ করতে এসেছেন। আমি এ মামলার প্রধান আসামী। এ মামলার সকল আসামী জামিনে রয়েছেন। আমরা এ গায়েবি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন এটিএম মোস্তফা কামাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়