শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ০০:০০

সাবেক এমপি আলমগীর হায়দার খানের স্মরণ সভা, দোয়া ও ইফতার
এমরান হোসেন লিটন ॥

ফরিদগঞ্জ উপজেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী চার বারের সাবেক এমপি ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলমগীর হায়দার খানের স্মরণে স্মরণ সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর ফরিদগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ডে সহ¯্রাধিক নেতাণ্ডকর্মীর উপস্থিতিতে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি শরীফ মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমএ হান্নান। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারীর উপস্থাপনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আমিন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ হোসেন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তা মরহুম আলমগীর হায়দার খানের স্মৃতিচারণ করতে গিয়ে স্মরণ সভাকে ভারাক্রান্ত করে তোলেন।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান মফু, বাশির আহম্মেদ (সাবেক চেয়ারম্যান), মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল, শ্রমিকদলের আজম গাজী, স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ রাশেদ পাঠানসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাণ্ডকর্মী ও সমর্থকবৃন্দ।

উল্লেখ্য, মরহুম আলমগীর হায়দার খান নিজ এলাকার ২নং বালিথুবা ইউনিয়ন থেকে বিএনপি নেতা ইকবাল হোসেন টিটু মজুমদারের নেতৃত্বে বিএনপির সমর্থকদের বিশাল বহর নিয়ে স্মরণসভায় উপস্থিত হন। স্মরণসভায় উপজেলা মহিলা দলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন প্রধান অতিথি আলহাজ্ব এমএ হান্নান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়