প্রকাশ : ১০ এপ্রিল ২০২২, ০০:০০
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গত ৭ এপ্রিল রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকা দিয়ে মাদকের বড় চালান পার হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে দূর থেকে দেখতে পায় ২০/২৫ জন মাদক ব্যবসায়ীর একটি দল কাঁধে করে মাদকের বস্তা নিয়ে মাঠ পার হচ্ছে। এমতাবস্থায় কর্মরত টহল কমান্ডার তাদেরকে থামতে বলে এবং নিজেদের র্যাব পরিচয় দেয়। র্যাবের উপস্থিতি দেখে কিছু মাদক কারবারী দৌড়ে পালিয়ে যায় এবং একইসাথে কিছু মাদক কারবারী র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এই ঘটনায় র্যাব সদস্য কর্পোরাল মোঃ রুবেল গাজী গুলিবিদ্ধ হয়ে বর্তমানে কুমিল্লা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনায় ১২জনকে এজাহার নামীয় এবং ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল হতে গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে তিনজন মোঃ মশিউর রহমান (২১), সবুজ ইসলাম (২০) ও মোঃ শরীফ মিয়া (১৯)কে সদর দক্ষিণ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ দুজন মাদক ব্যবসায়ী মোঃ সাইদুল ইসলাম (২২) এবং মোঃ হযরত আলী (২০)কে কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার দেখানো হয়েছে।
৮ এপ্রিল রাতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত মোঃ দেলোয়ার হোসেন (৪৯), মোঃ সাইফুল ইসলাম (২৭) এবং মোঃ রবিউল হাসান (২৫) কে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করে। এ পর্যন্ত উক্ত ঘটনায় এজাহার নামীয় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে সম্পৃক্ত বাকি আসামীদের গ্রেফতারে র্যাবের অভিযান চলমান রয়েছে।