প্রকাশ : ১০ এপ্রিল ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামশেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহে...রাজিউন)। শনিবার আনুমানিক বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। জামশেদ তার পিতা জাহাঙ্গীর আলমের একমাত্র ছেলে। গত ১৫ দিন আগে বিয়ে করে সংসার জীবনে পা রাখেন।
জানা যায়, শনিবার সকালে জামশেদ তার নিজের পোল্ট্রি খামারে কাজ করছিলেন। ওই সময় বিদ্যুতের লোডশেডিং চলছিল। কাজ করা অবস্থায়ই বিদ্যুৎ চলে আসে। তাৎক্ষণিক তিনি বিদ্যুতের শক্ খান। ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামশেদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার পরিবারে দেখা দিয়েছে কালো মেঘ। মাত্র ১৫দিন আগে তিনি বিয়ে করেন। তার হাতের মেহেদীর রঙ না মুছতেই তার অকাল মৃত্যু যেন পরিবারের জন্যে একটি বড় ধাক্কা। তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন আত্মীয় স্বজন।