শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ এপ্রিল ২০২২, ০০:০০

চাঁদপুর প্রেসক্লাবের কল্যাণ ফান্ডে ভাষাবীর এমএ ওয়াদুদ ফাউন্ডেশন ও পৌর মেয়রের অনুদান ঘোষণা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

অসুস্থ সাংবাদিকদের চিকিৎসায় অনুদান এবং মৃত্যুর পর সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয় চাঁদপুর প্রেসক্লাবের কল্যাণ ফান্ড থেকে। সেই কল্যাণ ফান্ডকে সমৃদ্ধ করার জন্যে আর্থিক অনুদান দেয়ার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও তাঁর বড় ভাই ডাঃ জেআর ওয়াদুদ টিপু এবং চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। শিক্ষামন্ত্রী এবং তাঁর ভাই ডাঃ টিপু তাঁদের গর্বিত পিতার নামে প্রতিষ্ঠিত ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের কল্যাণ ফান্ডে দুই লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। তাঁদের ঘোষণার পর পরই চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল পৌরসভার পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। চাঁদপুর প্রেসক্লাবের ২০২২ সালের কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে এই ঘোষণা দেয়া হয়। প্রথমে ডাঃ টিপু তাঁর বক্তৃতায় প্রেসক্লাবের কল্যাণ ফান্ডে এক লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। পরবর্তীতে একই অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল তাঁর বক্তৃতাকালে এক লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। সে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি তাঁর পক্ষ থেকেও এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। তিনি এও জানান, এই দুই লাখ টাকা ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে দেয়া হবে।

উল্লেখ্য, ৮ এপ্রিল শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত এ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় সম্প্রতি মৃত্যুবরণ করা শাহরাস্তির সাংবাদিক মোঃ জাকির হোসেনের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি যে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন নি সে বিষয় তুলে ধরেন। আর এর জন্যে চাঁদপুর প্রেসক্লাবের কল্যাণ ফান্ডকে সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি এ বিষয়ে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়