শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ আসামী গ্রেফতার

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ আসামী গ্রেফতার
এমকে মানিক পাঠান ॥

ফরিদগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গতকাল শনিবার তাদেরকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে ফরিদগঞ্জ থানার এসআই মোঃ নাছির আহাম্মদ এবং সুমন হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গুপ্টি এলাকায় অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ সুজন (২৭) (পিতাণ্ডছলেমান বাট), কাদের হোসেন (৩০) (পিতাণ্ডছলেমান বাট), ছলেমান বাট (৬০), আনোয়ার হোসেন আনু (২৫) (পিতাণ্ডছলেমান বাট) সর্ব সাং-গুপ্টি (দতের বাড়ি), থানা-ফরিদগঞ্জ; এসআই মোঃ জামাল হোসেন এবং এএসআই আবদুল হাশেম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সুবিদপুর এলাকায় অভিযান চালিয়ে নন-জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ নাছির (২৮) (পিতা মোঃ লেয়াকত আলী),আনোয়ারা বেগম (৫০) (পিতা লেয়াকত আলী), আনোয়ারা বেগম (৫০) (স্বামী লেয়াকত আলী), নয়ন বেগম (২৫) (পিতা লেয়াকত আলী) সর্ব সাং-সুবিদপুর, থানা-ফরিদগঞ্জ; এসআই বরকত উল্যাহ এবং এএসআই নাঈম হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় চাঁদপুর সাকিনে অভিযান পরিচালনা করে নন-জিআর পরোয়ানাভুক্ত আসামী রুনা বেগম (৩৫) (স্বামী-তাফাজ্জল মোল্লা), তাফাজ্জল মোল্লা (৪৫) (পিতাণ্ডদুলাল মোল্লা) উভয় সাং-চাঁদপুর, থানা-ফরিদগঞ্জ; এএসআই মোহাম্মদ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় লড়াইচর এলাকায় অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত আসামী সেলিম দেওয়ান, পিতাণ্ডমৃত হাসিম দেওয়ান, সাং-লড়াইরচর, থানা-ফরিদগঞ্জ; এএসআই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভাটিয়ালপুর এলাকায় অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ সোহেল গাজী, পিতাণ্ডআবুল বাশার গাজী, সাং-ভাটিয়ালপুর, থানা-ফরিদগঞ্জ; এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সেকদী এলাকায় অভিযান পরিচালনা করে নন-জিআর পরোয়ানাভুক্ত আসামী মারজানা বেগম (২৫) (পিতাণ্ডবাচ্চু মিয়া), মোসাঃ পারুল বেগম (৪৫) (স্বামী-বাচ্চু মিয়া), উভয় সাং-শেকদী, থানা-ফরিদগঞ্জ; এসআই জামসেদ মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন লাউতলী এলাকায় অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামী শরীফ হোসেন (২২), পিতাণ্ডবিল্লাল হোসেন, সাং-লাউতলী, থানা-ফরিদগঞ্জ; এসআই সবুজ ভুষন সিংহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন কাছিয়ারা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামী ফরহাদ পাটোয়ারী, পিতাণ্ডদুলাল পাটওয়ারী, সাং-কাছিয়ারা, থানা-ফরিদগঞ্জ; এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন খাড়খাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ সোলেমান শেখ, পিতাণ্ডমৃত আঃ ছাত্তার শেখ, সাং-খাড়খাদিয়া, থানা-ফরিদগঞ্জ; এসআই মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন রাজাপুর সাকিনে অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ আলাউদ্দিন খান, পিতাণ্ডআবদুর রশিদ খান, সাং-দক্ষিণ রাজাপুর, থানা-ফরিদগঞ্জ; এএসআই অরূপ বড়ুয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন চরচন্না এলাকায় অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামী আবু তাহের, পিতা ছৈয়দ আহাম্মদ, সাং-চরচন্না, থানা-ফরিদগঞ্জ; এএসআই সুমন হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন লক্ষ্মীপুর এলাকায় অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ বাবুল হোসেন, পিতাণ্ডমৃত আবদুল কুদ্দুস, সাং-লক্ষ্মীপুর, থানা-ফরিদগঞ্জ; এসআই রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন লাড়ুয়া এলাকায় অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামী মনির আহাম্মদ, পিতা নূর মিয়া সওদাগর, সাং-পুর্ব লাড়ুয়া, থানা-ফরিদগঞ্জ; এসআই মশিউর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন বিশকাটালী এলাকা অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামী ওমর ফারুক (পিতাণ্ডমৃত হামিদ), জাকির হোসেন (পিতা মৃত হামিদ), উভয় সাং-বিশকাটালী, থানা-ফরিদগঞ্জ; এএসআই নাইম হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ পৌরসভা এলাকা থেকে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক আসামী মামুনুর রশিদ (পিতাণ্ডমৃত জামাল বেপারী), সাং-দক্ষিণ কাছিয়ারা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর গংকে গ্রেফতার করেন। পরবর্তীতে তাদেরকে চাঁদপুরস্থ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়