শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২২, ০০:০০

পহেলা বৈশাখের দিন থাকছে র‌্যালি, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেনের পরিচালনায় সভায় বৈশাখী উৎসব অন্ষ্ঠুান আয়োজন বিষয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

সভায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় পবিত্র মাহে রমজান এবং করোনার বিষয় মাথায় রেখে এবারের বাংলা নববর্ষ উদ্‌যাপনের সিদ্ধান্ত হয়। কর্মসূচি হলো : বর্ষবরণ র‌্যালি, সাংস্কৃতিক অন্ষ্ঠুান ও দিনব্যাপী মেলার আয়োজন। সকাল ৮টায় চাঁদপুর হাসান আলী সরকারি হাইস্কুল মাঠ থেকে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে র‌্যালি বের করা হবে। আর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থান হবে চাঁদপুর প্রেসক্লাব ঘাট সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়। এদিন সকাল ৯টায় বৈশাখী মেলার শুভ উদ্বোধন হবে।

জেলা প্রশাসক বলেন, রমজান মাস উপলক্ষে আমাদের বর্ষবরণ অনুষ্ঠানের সময়সীমা সংকীর্ণ করতে হবে। আগে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। কিন্তু এবার রমজান মাসে পহেলা বৈশাখের উৎসব হতে যাচ্ছে। রোজার কথা চিন্তা করে দুপুর ৩টার মধ্যে মেলা শেষ করতে হবে। অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানের মধ্যে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ আমাদের সার্বজনীন একটি উৎসব। গত দুই বছর করোনার কারণে আমরা এ অনুষ্ঠান উদ্‌যাপন করতে পারিনি। এ বছর সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা এ উৎসব পালন করবো। রমজানের যেনো কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। রাষ্ট্র আমাদের যেভাবে নির্দেশনা দিবে তা মেনে এবারের পহেলা বৈশাখের অনুষ্ঠান হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়